ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
অত্র বিদ্যালয়ের শিক্ষাবৃত্ত বলতে বুঝি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থী যাদের সরকারীভাবে বৃত্তিপ্রাপ্ত ৬ষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা ।
অদ্য ০১/০১/২০১০ ইংরেজী তারিখে দক্ষিণ চট্টলার বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মরহুম খান সাহেব মকবুল আলী চৌধুরীর নাম অনুসারে ও ইলিশিয়া জমিদার বাড়ির সুযোগ্য সন্তান মরহুম তারিকুল ইসলাম চৌধুরী টুটু মিয়ার সার্বিক সহযোগিতায় অত্র বিদ্যালয় প্রতিষ্টা লাভ করে। ২০১০ইংরেজী তারিখে প্রতিষ্টা হওয়ার পর থেকে পরবর্তি বছর অর্থ্যাৎ ২০১১ইং সাল হতে অত্র বিদ্যালয় পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে শতভাগ পাশের স্বাক্ষর অব্যহত আছে এই পযর্ন্ত ইনশাল্লাহ।
অত্র বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা বুঝি গ্রামের অবহেলিত ঝড়ে পড়া গ্রামের ছেলে মেয়েদেরকে উন্নতমানের পড়ালেখা চালিয়ে গিয়ে গ্রামের স্বল্প উন্নত এলাকার মানুষগুলোকে উন্নত বিশ্ব সম্পর্কে জানার জন্য দ্বার উন্মুক্ত করে দেওয়াটায় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। অত্র বিদ্যালয়ের কার্যক্রম গুলোকে সরকারী করণের আওতায় আনায়ন আমাদের সকলের প্রত্যাশা ।
অত্র বিদ্যালয়েরর মেধাবী ছাত্র/ছাত্রীদের যে সকল শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় শতকরা ৯৯% নাম্বার পেয়ে মেধাবী শিক্ষার্থী স্বাক্ষর ধরে রাখছেন তাদের নাম নিম্মে লিপি করা হলো। - ১। এমডি আব্দুল্লাহ আল মমরাজ, শাহারিয়া মোহাম্মদ , শ্রেণী প্রথম, ২। মাহিয়া মোস্তফা সানজি, জন্নাতুল আদন, শ্রেণী দ্বিতীয়। ৩। সানজিদা আক্তার সামিয়া, মাহমুদুল ইসলাম চৌধুরী, শ্রেনী তৃতীয়। ৪। শাকিলা আক্তার শেলী, উম্মে আয়মন, শ্রেণী চতুর্থ, ৫। অনন্যা শর্মা দিঘি,তানজিদা সুলতানা পপি, নুসরাত জাহান নিশু, মিনহাজুল ইসলাম তৌহিদ, শ্রেণী ৫ম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস