Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাগত। এই অফিসটির অবস্থান অত্র ইউনিয়নের আঙ্গিনায় । এই সেবা কেন্দ্রটি পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের অন্যতম কেন্দ্রবিন্দু। অফিস ভবনটি দ্বিতল। উক্ত ভবনে নিয়মিত চিকিৎসকগন অবস্থান করে নিয়মিত জনসাধারনকে সেবা প্রদান করে থাকেণ। এই সেবা কেন্দ্রটি ডিসেম্বর ১৯৯০ সাল থেকে সেবা কার্যক্রম শুরু করে।  সেবা নিন ভাল থাকুন।

  • কী সেবা কীভাবে পাবেন
  • প্রদেয় সেবাসমুহের তালিকা
  • সিটিজেন চার্টার
  • সাধারণ তথ্য
  • সাংগঠনিক কাঠামো
  • কর্মকর্তাবৃন্দ
  • তথ্য প্রদানকারী কর্মকর্তা
  • কর্মচারীবৃন্দ
  • বিজ্ঞপ্তি
  • ডাউনলোড
  • আইন ও সার্কুলার
  • ফটোগ্যালারি
  • প্রকল্পসমূহ
  • যোগাযোগ

কী সেবা কীভাবে পাবেন

 

(ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে প্রদত্ত)

. গর্ভবতী সেবা

. স্বাভাবিক প্রসব সেবা

. গর্ভোত্তর সেবা

. এম আর সেবা

. নবজাতকের সেবা

. ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা

. প্রজননতন্ত্রের/যৌনবাহিত রোগের সেবা

. ইপিআই সেবা

. ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ

 

(খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে প্রদত্ত)

. পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান

. খাবার বড়ি

. জন্মনিরোধক ইনজেকশন

. IUD/কপারটি

. ভ্যাসেকটমি/এনএসভি (স্থায়ী পদ্ধতি)

. টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি)

. পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ/ব্যবহারজনিত পার্শ্ব-প্রতিক্রিয়া ও জটিলতার সেবা

. ই সি পি

 

 (গ) সরকার নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত সেবা

. কনডম-১(এক) ডজন ১ (এক) টাকা (বিশ) পয়সা

 

(ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে

. IUD/কপারটি ক্ষেত্রে = ৩৯০(১৫০+৮০*৩) টাকা

ইমপস্নানন ক্ষেত্রে =৩৬০(১৫০+৭০*৩) টাকা

. স্থায়ী পদ্ধতি (পুরুষ) ক্ষেত্রে = ২,০০০- টাকা ও একটি লুঙ্গী

. স্থায়ী পদ্ধতি (মহিলা) ক্ষেত্রে = ২,০০০- টাকা ও একটি শাড়ী

(ঙ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতা আনায়নকারীকে নিম্নলিখিত সুবিধা দিয়ে থাকে

. IUD/কপারটি ক্ষেত্রে = ৫০/- টাকা

. ইমপস্নানন এর ক্ষেত্রে = ৬০/- টাকা

. স্থায়ী পদ্ধতি (পুরুষ) ক্ষেত্রে = ৩০০/-টাকা

. স্থায়ী পদ্ধতি (মহিলা) ক্ষেত্রে = ৩০০/-টাকা

 

(চ) অন্যান্য সেবা (বিনামূল্যে প্রদত্ত )

. সাধারণ রোগীর সেবা

. বয়ঃসন্ধিকালীন সেবা (কৈশোর প্রজনন স্বাস্থ্য সেবা)

. স্বাস্থ্য শিক্ষামূলক সেবা

 

(ছ) প্রয়োজনে যে কোনো রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ (রেফার)