কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
প্রাচীন মতবাদ অনুযায়ী ভেওলা (বেহুলা) লক্ষ্মিন্দরের নাম থেকে পশ্চিম বড় ভেওলা নামের উৎপত্তি হয়েছে। বেহুলার (ভেওলা) সর্পদংশিত স্বামী ভেলায় ভেসে বর্তমান পশ্চিম বড় ভেওলা নামে পরিচিত উপকূলীয় এলাকায় আটকে ছিল। তবে আধুনিক গবেষণায় দেখা যায়, বর্তমান ভেওলা মানিকচর ইউনিয়নের মুরুং উপজাতির সামন্ত শাসক পুরুত্যার কনিষ্টা কন্যা ভেওলার বিয়ের সময় উপহারস্বরূপ বর্তমান পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা ও ভেওলা মানিক চর নামে পরিচিত এলাকাটি তাঁর মেয়েকে প্রদান করেন। তখন থেকেই ভেওলার নাম অনুসারে ও অবস্থানগত কারণে পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের নামকরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস