Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন

চকরিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহীঅঞ্চল হলো ১৩নং পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল ।

 

এক নজরে পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ

মোট লোকসংখ্যাঃ ২৫,৫৬০ জন।

পুরুষঃ ১৪৬৮০ জন।

মহিলাঃ ১০৮৮০ জন।

মোট খানার সংখ্যাঃ ৩৩৬৮ টি।

প্রাতিষ্ঠানিক খানা ও সংখ্যাঃ ২৭০টি

আয়তনঃ ২৪.৩৪   বর্গ কিঃমিঃ।

কৃষি জমির পরিমানঃ ৩৩৫০ একর।

মোট ভোটার সংখ্যাঃ ৯৮৮৮ জন।

পুরুষ ভোটারঃ ৪৯২১জন।

মহিলা ভোটারঃ ৪৯৬৭ জন।

উপ-আনুষ্টানিক শিক্ষা প্রতিষ্ঠানঃ ১০টি

কমিউনিটি বিদ্যালয়ঃ ১টি।

প্রাথমিক বিদ্যালয় সংখ্যাঃ ০৩টি।

উচ্চ বিদ্যালয়ঃ ০২টি।

এতিম খানাঃ ৪টি

মাদ্রাসা সংখ্যাঃ ০৩টি

কমিউনিটি ক্লিনিকিঃ ২টি

স্বাস্থ্য ক্লিনিকঃ ০১টি

মসজিদঃ ৪৫ টি

ডাকঘরঃ ১টি

পাকা ব্রীজঃ ০৮টি

কালভার্ট (সুচ কালবার্ড): ১৫০টি

পাকা রাস্তাঃ ১৫ কিলোমিটার

আধা পাকাঃ ১৪ কিলোমিটার

কাঁচা রাস্তাঃ ১৫ কিলোমিটার

বেড়ি ওয়াপদা বেড়িবাঁধ  : ১৪ কিলোমিটার

স্লুইস গেইট:৬টি

মসজিদ ভিত্তিক পাঠাগারঃ ০৫টি

কেজি স্কুলঃ ০২টি

হেফজ খানাঃ ০৫টি

ফোরকানিয়াঃ ৩০টি

ক্লাবঃ ২ টি

সমিতিঃ ১০টি

সমবায় সমিতি: ৫টি

মুরগী খামার: ০৮টি

মৎস্য খামার (পুকুর সহ) :২২০ টি

হাট বাজারঃ ২টি

সাইক্লোন সেল্টারঃ ৬টি

ঋণদান সমিতিঃ ৩টি

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রঃ ১টি

ইউনিয়ন পরিষদ কার্যালয়/কমপ্লেক্স ভবনঃ ১টি